তৃতীয় বর্ষ:
২৫ বৈশাখ ১২৭১ (শনিবার ৭ মে ১৮৬৪
খ্রিষ্টাব্দ) থেকে ২৪ বৈশাখ ১২৭২ বঙ্গাব্দ ( শনিবার, ৬ই মে, ১৮৬৫
খ্রিষ্টাব্দ)
জোড়াসাঁকো ঠাকুর পরিবারের
উল্লেখযোগ্য ঘটনাবলি
- ১১ অগ্রহায়ণ [বৃহস্পতি ২৬ নভেম্বর ] রবীন্দ্রনাথের সেজদাদা
হেমেন্দ্রনাথের সাথে
সাঁতরাগাছি নিবাসী হরদেব চট্টোপাধ্যায়ের কন্যা নীপময়ী দেবীর বিবাহ
হয়।
- মাঘ মাসের দিকে গিরীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র
গুণেন্দ্রনাথের বিবাহ হয় সৌদামিনী দেবীর সঙ্গে।
-
সত্যেন্দ্রনাথ ঠাকুর আই. সি. এস.-এর প্রথম পরীক্ষা দেন ও নির্বাচিত ৫০ জন ছাত্রের
মধ্যে ৪৩তম স্থান অধিকার করেন।
তিনি বোম্বাইয়ে সরাকরী কাজে
যোগদান করেন ।
উল্লেখ্য এই বৎসর শিশুসাহিত্যিক
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
৩০ বৈশাখ [মঙ্গল বার , ১২ মে] এবং কবি ও নাট্যকার
দ্বিজেন্দ্রলাল রায়
৪ শ্রাবণ [রবি বার ১৯ জুলাই ] তারিখে জন্মগ্রহণ করেন।
তথ্যসূত্র:
-
রবিজীবনী প্রথম খণ্ড। প্রশান্তকুমার পাল। ভূর্জপত্র, কলকাতা।