সিকান্দার শাহ
বাংলাদেশে  ইলিয়াস শাহী রাজবংশ-এর দ্বিতীয় শাসক এবং
এই রাজবশের প্রতিষ্ঠাতা সামসুদ্দিন ইলিয়াস শাহ (১৩৪২-১৩৫৭ খ্রিষ্টাব্দ) এর পুত্র। ১৩৫৭ খ্রিষ্টাব্দে ইলিয়াস শাহ মৃত্যুবরণ করলে তিনি বাংলার সিংহাসনে বসেন।

সিংহাসন লাভের দুই বছর পর, ১৩৫৯ খ্রিষ্টাব্দে দিল্লীর সুলতান ফিরোজ তুঘলক একটি বিশাল সেনাবাহিনী নিয়ে বাংলা আক্রমণ করতেন। উল্লেখ্য, ১৩৫৩ খ্রিষ্টাব্দে  ইলিয়াস শাহ-এর শাসনামলে ফিরোজ তুঘলক বাংলা আক্রমণ করলে, তিনি একডালা দুর্গে আশ্রয় নিয়ে তাঁর মোকাবেলা করেছিলেন। এই দুর্গের পতন ঘটাতে না পেরে ফিরোজ তুঘলোক দিল্লীতে ফিরে গিয়েছিলেন। পরে উভয়ের মধ্যে সন্ধি হয়েছিল। ইলিয়াস শাহ-এর মৃত্যুর পর, এর প্রতিশোধ নেওয়ার জন্য, ফিরোজ তুঘলোক পুনরায় বাংলা আক্রমণ করেছিল। এবারও পিতার মতো সিকান্দার শাহ একডালা দুর্গে আশ্রয় নেন। কয়েকমাস এই দুর্গ অবরোধ করে রাখার পর ফিরোজ তুঘলোক সন্ধি করেন। এরপর ফিরোজ তুঘলক বাংলার স্বাধীনতা মেনে নিয়ে দিল্লীতে ফিরে যান।

১৩৮৯ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এরপর তাঁর পুত্র আজম শাহ বাংলার সিংহাসনে বসেন।


সূত্র :
বাংলাদেশের ইতিহাস/রমেশচন্দ্র মজুমদার।
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।