শ্রীধর কথক
১৮১৬-? খ্রিষ্টাব্দ
কথক, পাঁচালি গায়ক, কবিয়াল এবং টপ্পা রচয়িতা।

১৮১৬ খ্রিষ্টাব্দে হুগলি জেলার বাঁশবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।  পিতার নাম রতনকৃষ্ণ শিরোমণি। পাঁচ বৎসর বয়সে তিনি স্থানীয় পাঠশালায় ভর্তি হন। এরপর হুগলি জেলার গোস্বামী মালিপাড়া গ্রামের রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ভাগবত ও ব্যাকরণ শিক্ষা গ্রহণ করেন।

তাঁর পিতামহ লালচাঁদ বিদ্যাভূষণ ছিলেন সেকালের প্রসিদ্ধ কথক। ফলে পারিবারিকভাবে তাঁর কথক গানের শিক্ষালাভের সুযোগ হয়েছিল। এই সময় তিনি পাঁচালি ও কবিগান গাইতেন। উভয় ক্ষেত্রে তাঁর কিছু সুনাম অর্জন হলেও, তাঁর জেঠা মশাই জীবনকৃষ্ণ শিরোমণি তাঁকে ভরর্ৎসনা করেন। এরপর মনের দুঃখে তিনি জনৈক বন্ধুর সাথে মুর্শিদাবাদ গিয়ে ব্যবসা শুরু করেন। কিন্তু গানের নেশায় ব্যবসায় তিনি বিশেষ সুবিধা করতে পারলেন না। এই কারণে তিনি ব্যবসা ছেড়ে দিয়ে বহরমপুর গিয়ে কালীচরণ ভট্টাচার্যের কাছে কথক গান শিক্ষা শুরু করেন। এরপর তিনি কথক পরিবেশন করে বিখ্যাত হয়ে উঠেন।

সে সময় নিধুবাবু
(১৭৪১-১৮৩৯ খ্রিষ্টাব্দ) টপ্পার জয়জয়কার। টপ্পার সেই জোয়ার শ্রীধরকেও প্লাবিত করেছিল। অচিরেই তিনি টপ্পা রচনা শুরু করেন। কথক গানের মতই তিনি টপ্পাতেও সমান কৃতিত্ব দেখান। তাঁর বহু উৎকৃষ্ট টপ্পা নিধুবাবুর নামে প্রচলিত হয়ে যায়।  দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান গ্রন্থে তার রচিত ১৯৬টি গান পাওয়া যায়।



সূত্র :