বিষয় : আব্দুল লতিফের গান
গান সংখ্যা:

এসো গাই দেশের জয়গান
এসো গাই জন্মভুমির গান
যে দেশের মাঠে মাঠে হাসে রে ভাই
সোনালি পাট ধান॥
 
এই দেশেরই জলে স্থলে
হাজার মানিক ফসল ফলে রে
যার রূপ শোভা দেখিয়া আমার
 জুড়ায় তাপিত প্রাণ॥
 
এই দেশেতে ঘুমায় লালন
পাগলা কানাই

যাদের সুখের কালাম শুনে
পথের দিশা পাই।
 
এই দেশেরই পাখির গানে
সবার মনে শান্তি আনে রে
এই বাংলাদেশের লাইগা মোরা
জীবন করবো দান ॥