শিরোনাম: আমার এই পাত্রখানি
বিষয়:
অজয় ভট্টাচার্য -এর গান
গান সংখ্যা: গান-৪৬
শিল্পী: কৃষ্ণচন্দ্র দে।
চলচ্চিত্র: সাপুড়ে ২৭শে মে (শনিবার ১৩ জ্যৈষ্ঠ ১৩৪৬)
আমার এই পাত্রখানি
        ভরে না সুধায় জানি,
আমি তাই বিষের পি্য়াসী।
চেয়েছি চাঁদের আলো,
পেয়েছি আঁধার কালো,
মনে হয় এইতো ভাল,
ভাল এই কাঁটার জ্বালা।
চাহিনা ফুলের মালা- ফুলের হাসি
        আমি তাই বিষের পিয়াস