সাপুড়ে
ভারতে নির্মিত সবাক কাহিনি-চলচ্চিত্র।
[দেখুন:
প্রচার পুস্তিকা]
প্রযোজনা: নিউ থিয়েটারস লিমিটেডে
পরিচালক:
দেবকী বসু
কাহিনিকার ও গীতিকার:
কাজী নজরুল ইসলাম
চিত্রনাট্য: দেবকী বসু
চিত্রশিল্পী: ইউসুফ মুলজী
শব্দধর: অতুল চট্টোপাধ্যায়
রসায়নগারিক: সুবোধ গঙ্গোপাধ্যায়
শিল্প-পরিকল্পক: তারকবসু
মুক্তি: ২৭ মে ১৯৩৯
প্রেক্ষাগৃহ: পূর্ণ থিয়েটার [ভবানীপুর]
ভাষা: বাংলা।
ফিল্ম: ৩৫ মিমি
রঙ: সাদা-কালো
দৈর্ঘ্য: ১২৩ মিনিট
চরিত্র:
- জহর: মনোরঞ্জন
ভট্টাচার্যৱ
- বিশুন: রতীন
বন্দ্যপাধ্যায়
- ঝুমরো:
পাহাড়ি সান্যাল
- চন্দন:
কানন দেবী
- ঘন্টা বুড়ো:
কৃষ্ণচন্দ্র দে
- তেঁতুলে: শ্যাম লাহা
- গুট্টে: অহি সন্যাল
- ঝন্টু: সত্য
মুখোপাধ্যায়
- মৌটুশী:
মেনকা দেবী
- বুড়ো সর্দার:
প্রফুল্ল মুখোপাধ্যায়
- বিশুনের সহকারী।
ব্যবহৃত গান: এই
চলচ্চিত্রে ৮টি গান ব্যবহৃত হয়েছিল। এর ভিতরে সাতটি গানের রচয়িতা ছিলেন
কাজী নজরুল ইসলাম।
শেষের 'আমার এই পাত্রখানি' গানটির রচয়িতা ছিলেন
অজয় ভট্টাচার্য।
সূত্র: