বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: পিছল পথে কুড়িয়ে পেলাম হিজল-ফুলের মালা
 
মৌটুসি:     পিছল পথে কুড়িয়ে পেলাম হিজল-ফুলের মালা।
               কি করি এ মালা নিয়ে বল চিকন-কালা॥
চন্দন:       নই আমি সে বনের কিশোর,
               তোর ফুলের শপথ, নই ফুল চোর।
               বন জানে আর মন জানে লো, আমার বুকের জ্বালা॥
ঝুমরো:     ঘি-মউ-মউ আম-কাঁঠালের পিঁড়িখানি আন,
               বনের মেয়ে বন-দেবতায় করবে মালা দান।
                লতা-পাতার বাসর-ঘরে রাখ ওরে ভাই বন্ধ করে,
                ভুলিসনে ওর চাতুরিতে ওলো বনবালা॥