কাফন চোরা
নাট্যকার 
মন্মথ রায় রচিত একটি নাটক। 
১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩) মাসে, রেকর্ডে মন্মথ রায়ের রচিত
এই নাটকটি প্রকাশিত হয়েছিল। 
	
			এইচএমভি থেকে প্রকাশিত এই রেকর্ড নম্বর ছিল ১৭৪২৫ থেকে ১৭৪২৯। এই 
রেকর্ডে নজরুলের রচিত ৫টি গান ব্যবহৃত হয়েছিল। 
	
	
	
		
			- এইচএমভি। 	এন ১৭৪২৫।
				- আকাশে ভাই চাঁদ উঠেছে [তথ্য]
 
- এইচএমভি। 	এন ১৭৪২৬।
		- স্বাগত হে অতিথি
	[তথ্য]
		
- এলো মিলন-রাতি [তথ্য]
 
- এইচএমভি। 	এন ১৭৪২৮।
		- প্রাণে জাগে হিন্দোল  [তথ্য]
 
- এইচএমভি। 	এন ১৭৪২৯।
		- মরণ ডাকে - আয় রে চলে [তথ্য]