বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আকাশে ভাই চাঁদ উঠেছে
	
		
			
 নাটিকা: ‘কাফন-চোরা’
			
আকাশে ভাই চাঁদ উঠেছে
(আহা) দেখবি যদি আয় না!
রূপে পরান পাগল করে,
তারে হাতে ধরা যায় না।
			হাতে ধরা যায় না─
			আমার সাধের ‘আয়না’─
আমার বুকে ফুট্লো রে ভাই
কোন্ বাগিচার ফুল
			কোন্ সে দেশের হাসনুহানা
কোন্ বসোরার গুল্,
ওরে গন্ধে পরান পাগল করে,
তারে গলায় পরা যায় না॥
		
	
	- রচনাকাল ও স্থান:  
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
	১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৬), এইচএমভি 
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স 
ছিল ৪০ বৎসর ৮ মাস।
 
	- গ্রন্থ:
	
		- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা 
				১০২৬।]
 
- রেকর্ড:
		- কাফনচোরা 
	(রেকর্ড-নাটক)। নাট্যকার
	
	মন্মথ রায়। এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৪০ (মাঘ-ফাল্গুন 
				১৩৪৬)। এন ১৭৪২৫। নর্তকীদের গান। শিল্পী: আব্বাস উদ্দীন]