অতনুর দেশ
গীতি-চিত্র

কাজী নজরুল ইসলামের রচিত 'অতনুর দেশ' নামক গীতি-চিত্রটি ১৯৪০ খ্রিষ্টাব্দের ৮ জুন (শনিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৩৪৭), কলকাতা বেতার কেন্দ্রে সান্ধ্য অধিবেশনে (সন্ধ্যা ৭.০০-৭.৪৪টা) প্রচারিত হয়েছিল। বেতার জগতের ১১শ বর্ষ, ১১শ সংখ্যায় [পৃষ্ঠা: ৫৯৫] এই অনুষ্ঠানটি সম্পর্কে এই পত্রিকার অনুষ্ঠান সূচি থেকে জানা যায়-
অতনুর দেশ [গীতিচিত্র]
বর্ণনা: অনিল দাস
গীতাংশে: সমরেশ চৌধুরী, চিত্তরঞ্জন রায়, ইলা ঘোষ ও কুসুম গোস্বামী।
যন্ত্রসঙ্গীত যন্ত্রী সঙ্ঘ
[অতনুর দেশ গীতি-আলেখ্যের পাণ্ডুলিপি। সূত্র: নজরুল রচনাবলী দ্বাদশ খণ্ড, বাংলা একাডেমি]

এই গীতিনাট্যে মোট ৮টি গান ব্যবহৃত হয়েছিল। গানগুলো হলো-

১. ওগো সুন্দর! তুমি আসিবে বলিয়া [তথ্য]
২. আমার কথা লুকিয়ে থাকে  [তথ্য]
৩. চাঁদের মত নীরবে এসো প্রিয় [তথ্য]
৪. কথা কও, কথা কও থাকিও না চুপ করে [তথ্য]
৫. তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা [তথ্য]
৬. আমায় নহে গো-ভালোবাস শুধু  [তথ্য]
৭.আমি জানি তব মন  [তথ্য]
৮. যারে হাত দিয়ে মালা দিতে পার নাই  [তথ্য]

সূত্র: