বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমার কথা লুকিয়ে থাকে আমার গানের আড়ালে
গীতিচিত্র: ‘অতনুর দেশ’
আমার কথা লুকিয়ে থাকে আমার গানের আড়ালে।
সেই কথাটি জানার লাগি’ কে গো এসে দাঁড়ালে॥
শূন্য মনের নাই কেহ মোর সাথি
গান গেয়ে তাই কাটাই দিবারাতি,
সেই হৃদয়ের গভীর বনে কে তুমি পথ হারালে॥
হৃদয় নিয়ে নিদয় খেলার হয় যেখানে অভিনয়,
চেও না সেই হাটের মাঝে আমার মনের পরিচয়।
যে বেদনার আগুন বুকে ল’য়ে
জ্বলি আমি প্রদীপ-শিখা হ’য়ে,
সেই বেদনা জুড়াতে মোর কে তুমি হাত বাড়ালে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা
যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৮ জুন (বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৩৪৬), কলকাতা
বেতার কেন্দ্র থেকে
অতনুর দেশ নামক গীতি-আলেখ্য সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১
বৎসর ১ মাস।
- পাণ্ডুলিপি:
অতনুর দেশ গীতি-আলেখ্যের পাণ্ডুলিপি
- বেতার:
অতনুর দেশ গীতিচিত্র। কলকাতা বেতারকেন্দ্র। ৮ জুন ১৯৪০
খ্রিষ্টাব্দ (শনিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৩৪৭), কলকাতা বেতার কেন্দ্রে সান্ধ্য অধিবেশন।
সময় সন্ধ্যা ৭.০০-৭.৪৪টা। শিল্পী: চিত্ত রায়
[সূত্র: বেতার জগত। ১১শ বর্ষ, ১১শ সংখ্যা [শনিবার, ১ জুন, ১৯৪০। ১৮ জ্যৈষ্ঠ
১৩৪৭] পৃষ্ঠা: ৫৯৫]
- রেকর্ড: হিন্দুস্তান। অক্টোবর ১৯৪২ (আশ্বিন-কার্তিক ১৩৪৯)। এইচ ১০২০। সুনীল চট্টোপাধ্যায়
- গ্রন্থ:
- অতনুর দেশ। নজরুল-রচনাবলী─অষ্টম খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা
একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৪। ২৭শে আগস্ট, ২০০৭। গান। পৃষ্ঠা ১৭৫]
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ১০৭৫]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬]
দ্বিতীয় গান।
[নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য