বর্ষা মোদের প্রাণ
কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রচারিত নজরুল ইসলামের রচিত একটি গীতিকা।

কলকাতা বেতার কেন্দ্রের 'পল্লীমঙ্গল আসর'-এ নজরুল ইসলামের রচিত এই গীতিকা-অনুষ্ঠান প্রচারিত হয়। বেতার জগৎ পত্রিকার ১১শ বর্ষ ১৩শ সংখ্যার [পৃষ্ঠা: ৭১৫] অনুষ্ঠান সূচীর বিবরণ থেকে যা জানা যায়, তা হলো-

সম্প্রচার কেন্দ্র: কলকাতা বেতার কেন্দ্র
সম্প্রচারের তারিখ ও সময়: বুধবার, ১০ জুলাই ১৯৪০। ২৬ আষাঢ় ১৩৪৭। সান্ধ্য  অনুষ্ঠান। ৫.০০-৫.৪৪ মিনিট।
অনুষ্ঠানের নাম: বর্ষা মোদের প্রাণ। (পল্লীমঙ্গল অনুষ্ঠানের প্রথমাংশ)। দ্বিতীয় অংশ ছিল- আলোচনা। এর বিষয়বস্তু ছিল- গ্রাম পথ ও নদী। এই দ্বিতীয় অংশটুকু নজরুলের রচিত ছিল না।
রচনা: কাজী নজরুল ইসলাম।
রূপদান: গিরীণ চক্রবর্তী ও রাধারাণী

এই অনুষ্ঠান গিরিন চক্রবর্তী ও রাধারাণীর কণ্ঠে ২টি গানের সন্ধান পাওয়া যায়। গান দুটি হলো-


তথ্যসূত্র