বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ছড়ায়ে বৃষ্টির বেলফুল, দুলায়ে মেঘলা চাঁচর চুল
ছড়ায়ে বৃষ্টির বেলফুল, দুলায়ে মেঘলা চাঁচর চুল
চপল চোখে কাজল মেঘে আসিল কে॥
বাজায়ে মেঘের মাদল
ভাঙালে ঘুম ছিটিয়ে জল,
একা-ঘরে বিজলিতে এমন হাসি হাসিল কে॥
এলে কি দুরন্ত মোর ঝোড়ো হাওয়া,
চির-নিঠুর প্রিয় মধুর পথ-চাওয়া।
হৃদয়ে মোর দোলা লাগে
ঝুলনেরই আবেশ জাগে,
ফেলে-যাওয়া বাসি মালায়
─ আবার ভালোবাসিল কে॥
- ভাবার্থ: কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত
বর্ষা মোদের প্রাণ
গীতি-চিত্রের কবি এই গানটি রচনা করেছিলেন। মূলত এই গানে বর্ষার মেঘের রূপ বরণনা করা
হয়েছে- নানা রূপকতা অবলম্বন করে। কবি এই গানের স্থায়ীতে বর্ষার বৃষ্টিকে
ছড়িয়ে দেওয়া বেলফুল হিসেবে কল্পনা করেছেন। আর আকাশজোড়া এলোমেলো মেঘরাশিক
কল্পনা করেছেন চপল কাজল চোখের মেঘবালিকার কুঞ্চিত চুল হিসেবে।
মেঘবালিকা আসে মেঘের মাদল বাজিয়ে, ঘুম ছুটানো জল ছিটিয়ে, বিজন ঘরে বিজলির
হাসি ছড়িয়ে। সে আসে দুরন্ত ঝোড়ো হাওয়া সাথে নিয়ে, আসে চিরনিঠুর প্রিয়তমের
পথচাওয়ার গোপন আনন্দের অভিসারিণীর বেশে। তারই পরশে কবির হৃদয়ে প্রেমের দোলা
লাগে। মনে জাগে প্রণয়যুগলের ঝুলনের আবেশ। স্মৃতিকাতরতায় ব্যর্থ প্রেমের বাসি
ফুলে জাগে নতুন ভালোবাসার সাধ।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের
১০ই জুলাই (বুধবার, ২৬ আষাঢ় ১৩৪৭), বিকাল ৫টায় কলকাতা বেতার কেন্দ্র
ক-এর চতুর্থ অধিবেশনে, বিকাল ৫টা থেকে ৫.৪৫ টা পর্যন্ত 'পল্লীমঙ্গল আসর'-এ নজরুল ইসলামের রচিত 'বর্ষা মোদের প্রাণ'
গীতিকা-অনুষ্ঠান প্রচারিত হয়। এই অনুষ্ঠানে এই গানটি প্রথম পরিবেশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- মদিনা
- নজরুল রচনাবলী
জন্মশতবর্ষ সংস্করণ অষ্টম
খণ্ডে [১২ই ভাদ্র ১৪১৫, ২৭শে আগষ্ট ২০০৮। মদিনা। ১৪। আমার
'মদিনা' নাটকের গান/শৈল দেবী, কুমারী ইলা ঘোষ, নমিতা
ঘোষ (বুলা), মন্টু গাইবে। পৃষ্ঠা:
৩০৮]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২।
গান সংখ্যা ১৩৯২। পৃষ্ঠা: ৪২১]
- বুলবুল দ্বিতীয় খণ্ড
- প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ (রবিবার ২৫ মে, ১৯৫২) ]
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ৭১। পৃষ্ঠা ২৮৯]
- পত্রিকা:
'নজরুল ইন্সটিটিউট পত্রিকা' জ্যৈষ্ঠ ১৩৯২ সংখ্যা।
মদিনা।
- বেতার:
বর্ষা মোদের প্রাণ
(গীতি-চিত্র)। কলকাতা বেতার কেন্দ্র। পল্লীমঙ্গল অনুষ্ঠানের প্রথমাংশ।
বুধবার, ১০ জুলাই ১৯৪০, ২৬ আষাঢ় ১৩৪৭। বিকাল ৫টা।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি, বর্ষা [গীতি-চিত্র]
সূত্র
- নজরুল সঙ্গীত-নির্দেশিকা। ব্রহ্মমোহন ঠাকুর। কবি নজরুল
ইনস্টিটিটউট, ঢাকা। আষাঢ় ১৪২৫/জুন ২০১৮।
- বেতার জগৎ পত্রিকার ১১শ বর্ষ
১৩শ সংখ্যা। পৃষ্ঠা: ৭১৫
- The Indian
Listener, Vol, V No 13 page 1009