কলহ
কলকাতা বেতারকেন্দ্র 
থেকে প্রচারিত নজরুলের রচিত গীতি-আলেখ্য। 
	- অনুষ্ঠান: কলহ (পালা-কীর্ত্তন)
- রচনা: কাজী নজরুল ইসলাম
- বেতারকেন্দ্র: কলকাতা-ক। তৃতীয় অধিবেশন। 
- প্রচার সময়। ১২ জানুয়ারি, ১৯৪১ (রবিবার, ২৮ পৌষ ১৩৪৭), সন্ধ্যা ৭.৪০-৮.৩৯ টা।
- ধারা বর্ণনা: অনিল দাস।
- যন্ত্রসঙ্গীত: যন্ত্রীসংঘ। 
- খোলবাদক- বিজয় সেনগুপ্ত।
- শিল্পী: চিত্ত রায়, শৈল দেবী ও ইলা ঘোষ।
সূত্র:
	- বেতার জগৎ।১২শ বর্ষ ১ম সংখ্যা। ১লা জানুয়ারি ১৯৪১, (বুধবার, ১৭ পৌষ ১৩৪৭)] 
	পৃষ্ঠা: ৪৮
- The
		Indian-listener [1940, Vol Vী, No 1. page 79
এই পালা-কীর্তনে মোট ৫টি গান ব্যবহৃত হয়েছিল।  এই গানগুলো হলো-
- নব-কিশলয় রাঙা শয্যা পাতিয়া 
	[তথ্য]
- আমি কলহেরি তরে কলহ করেছি 
	[তথ্য]
- ওলো বিন্দে! গোবিন্দে 
	[তথ্য]
- নওল শ্যাম তনু গোরীর পরশে 
	[তথ্য]
- ফোটে কমল কেমনে ক'রে 
	[তথ্য]