শারদশ্রী
বেতারের প্রচারিত
নজরুলের শরৎকালের বন্দনামূলক গীতি-চিত্র।
১৯৪১ খ্রিষ্টাব্দের ১৩ সেপ্টেম্বর
(শনিবার, ২৭ ভাদ্র ১৩৪৮)
কলকাতা বেতারকেন্দ্র ক-এর তৃতীয় অধিবেশনে 'শারদশ্রী' গীতিচিত্রটি প্রচারিত হয়েছিল। অনুষ্ঠানটি রচনা ও প্রযোজনায় ছিলেন কাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানের যন্ত্রসহযোগিতায় ছিল- যন্ত্রী সংঘ এবং ধারা-বর্ণনায় ছিলেন অনিল দাস। সঙ্গীতশিল্পী ছিলেন- চিত্তরঞ্জন রায়, শৈল দেবী এবং ইলা ঘোষ।
৭.৫৫ থেকে ৮.২৯ মিনিট পর্যন্ত।
সূত্র:
- বেতার জগৎ। ১২শ বর্ষ, ১৭শ সংখ্যা। [১লা সেপ্টেম্বর ১৯৪১, ১৫ ভাদ্র] পৃষ্ঠা: ১০৩৪
The Indian listener.
Vol VI No. 17 [August 22,1941] [page 83]
এই গীতিচিত্রে ছয়টি গান ব্যবহার করা হয়েছিল। গানগুলো হলো-
-
আজ উদার আকাশে [তথ্য]
-
এলো শারদশ্রী কাশ-কুসুম-বসন
[তথ্য]
-
ওরে সাদা মেঘ ! তোর পাখা নাই
[তথ্য]
-
কেন মনে জাগে উদাসিনী গৌরী
[তথ্য]
-
ধানের ক্ষেতে ঢেউ লেগে আজ
[তথ্য]
-
নীল আকাশের কোলে শুয়ে
[তথ্য]