নজরুলসঙ্গীতের
বিষয়
ধর্মদর্শেনর সাথে সম্পর্কিত রচিত গানের সাধারণ নাম ভক্তিগীতি।
এই ভক্তিগীতির একটি শাখা হলো- ইসলামী গান। নজরুলের রচিত সকল ইসলামী গানকে বিষয়
অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন-
- মোনাজাত: এই জাতীয় গানে আল্লার কাছে প্রার্থনা করা হয়
- আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও
- জাগরণ: এই জাতীয় গানে
ইসলামের গুণকীর্তনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ করা হয়।
- আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়
[তথ্য]
- হামদ: এই জাতীয় গানে আল্লাহর বন্দনা, নিবেদন,
প্রার্থনা উপস্থাপিত হয়েছে। যেমন-
- বন্দনা: এই জাতীয় গানে আল্লাহর মহিমা প্রকাশ করা
হয়েছে
- এই সুন্দর ফুল এই সুন্দর ফল
- নিবেদন: এই জাতীয় গানে আল্লার কাছে কোনো
জিজ্ঞাসা উপস্থাপন করা হয়েছে। এতে প্রচ্ছন্নভাবে প্রার্থনা আছে, কিন্তু তা
প্রত্যক্ষভাবে উপস্থাপন করা হয় নি।
- যেদিন রোজ হাশরে করতে বিচার
[তথ্য]
- নাত: এই জাতীয় গানে হজরৎ মুহম্মদ (সাঃ)-এর বন্দনা
করা হয়েছে। এই গানগুলো নাত্-এ-রসুল নামে অভিহিত হয়ে থাকে।
- বন্দনা মূলক:
- আক্ষেপ: নবীর অনুপস্থিতি বা হারানোর বেদনাজনিত
আক্ষেপ এই সকল গানে উপস্থাপিত হয়েছে
- কবে সে মদিনার পথে, গিয়াছে সুজন
[তথ্য]
- সদা মন চাহে মদিনা যাব [তথ্য]
উল্লেখিত বিভাজনের ভিত্তিতে নজরুলে ইসলামী গানের তালিকা নিচে
তুলে ধরা হলো।
- হে প্রিয় নবী রসুল আমার [গান-৪৮৫]
[তথ্য]
-
হে মদিনাবাসী প্রেমিক [গান-৭১৯] [তথ্য][ইসলামী।
বন্ধনা। নাত]
-
হে মদিনার বুলবুলি গো [গান-৫৭৭]
[তথ্য]
[ইসলামী। বন্দনা। নাত]
- হে মোহাম্মদ এসো এসো [গান-১৭৯০]
[তথ্য]
[ইসলামী। বন্দনা। নাত]
- হেরা হতে হেলে দুলে নূরানী তনু [গান-৫৬৬]
[তথ্য]
[ইসলামী। বন্দনা। নাত]
- হেলে দুলে চলে বন -মালা গলে [গান-২১৫৮]
[তথ্য]
[ইসলামী। প্রার্থনা। নিবেদন (নবী)]