নজরুলসঙ্গীতের বিষয়


ধর্মদর্শেনর সাথে সম্পর্কিত রচিত গানের সাধারণ নাম ভক্তিগীতি। এই ভক্তিগীতির একটি শাখা হলো- ইসলামী গান। নজরুলের রচিত সকল ইসলামী গানকে বিষয় অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন-

উল্লেখিত বিভাজনের ভিত্তিতে নজরুলে ইসলামী গানের তালিকা নিচে তুলে ধরা হলো।

  1. হে প্রিয় নবী রসুল আমার [গান-৪৮৫] [তথ্য]
     
  2. হে মদিনাবাসী প্রেমিক [গান-৭১৯] [তথ্য][ইসলামী। বন্ধনা। নাত]
  3. হে মদিনার বুলবুলি গো [গান-৫৭৭] [তথ্য] [ইসলামী। বন্দনা। নাত]
  4. হে মোহাম্মদ এসো এসো [গান-১৭৯০] [তথ্য] [ইসলামী। বন্দনা। নাত]
  5. হেরা হতে হেলে দুলে নূরানী তনু [গান-৫৬৬] [তথ্য] [ইসলামী। বন্দনা। নাত]
  6. হেলে দুলে চলে বন -মালা গলে [গান-২১৫৮] [তথ্য] [ইসলামী। প্রার্থনা। নিবেদন (নবী)]