সদা মন চাহে মদিনা যাব।
আমার রসুল আরবি, না হেরে নয়নে, কি সুখে গৃহে রব॥
পরান আমার লোটাতে চাহে, সেই মহী আরব ভূমে
পরান আমার লোটাতে চাহে, পাক রওজার মাটি চুমে,
ছাড়ি গৃহ বাস,
যাব কম্লিওয়ালা পাশ,
কম্বল সম্বল করি। আমি ধূলি হব, আমি সেই পথের ধূলি হব।
নবী যে পথ দিয়ে চলে ছিলেন, সেই পথের ধূলি হব॥
সদা মন চাহে মদিনা যাব
আমার রসুলে আরবি না হেরে নয়নে
কি সুখে গৃহে রব॥
মদিনার বুকে রয়েছে ঘুমায়ে আমার বুকের নিধি
তায় বুকে তার মিলাইব বুক পায়ে লুটাইব নিরবধি
ধুলিকণা হবো, আমি ধুলিকণা হবো
(ওগো) নবী পদরেখা যেই পথে আঁকা
সেই পথে বিছাইব
আবিল হতে দেবো না, মধুর স্বপন তপ্ত বরণ
আবিল হতে দেবো না।
সদা আকুল পিয়াসা জাগে
পদমুখো হয়ে কদম রসুল
চুম্ দিবো অনুরাগে।
ধুলি হ'বো, আমি সেই পথের ওই ধুলি হ'বো
নবী যে পথ দিয়ে চলেছিলেন
সেই পথের ওই ধুলি হবো
শুধু পায়ের চিহ্ন পরশ পাব
সেই পথের ওই ধুলি হবো॥
প্রিয় নবীর রাঙা পা দু'খানি
চুমিব সদা দিবস যামী,
আমার জীবনে লেগেছে নয়নের স্বাদ
জুড়াতে আমার দেখিব
পোড়া নয়নের মোর আছে বড় খেদ
মিটেনি আমার তৃষা গো
হেথা নয়নের তৃষা অধরে মিটাতে
এবার আমি ধুলি হবো ॥