শিরোনাম: পালা রে, পালা রে পাখি, বনে আসছে পাখমারা
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: পায়রা-পায়রী) ।

পালা রে, পালা রে পাখি, বনে আসছে পাখমারা
ও সে দিনে মারে পায়রা ঘুঘু রাতে মারে রাত চরা॥
            ফাঁদী জাল আর ধনুক হাতে,
            পা ফেলে সে সাবধানেতে,
আস্‌ছে রে সে বনমাঝেতে, পালা রে পালা তোরা॥