শিরোনাম: তুমি যে আমার মনচোরা, চুরি করেছ মন।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: পায়রা-পায়রী)।
তুমি যে আমার মনচোরা, চুরি করেছ মন।
কথায় কথায় রাগ কর তুমি, রাগ কর অকারণ॥
            এসো এসো প্রিয়তম।
            তুমি মোর প্রাণসম,
তোমাতে সঁপেছি এ প্রাণ, সেবিব তোমা অনুক্ষণ॥
            যাই উড়ে বন মাঝে যাই,
            তোমার খাবার আনিবারে যাই,
খাবার এনে, তব মুখে দিব, করিয়া যতন॥