শিরোনাম: যাব মুনির তপোবনে, যাব মুনির তপোবনে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: হারানো আংটি)।
যাবো মুনির তপোবনে, যাব মুনির তপোবনে।
রাক্ষসেরা তপোবনে, করছে জ্বালাতন॥
        তপোবন তো ছায়া ঢাকা।
        বেদ গানেরি শান্তি মাখা,
কত মুনির পাব দেখা, ধন্য হবে এ জীবন॥