হারানো আংটি
মহাভারতের আদি পর্বের মহাভারত। আদিপর্বের ৭২-৭৪ অধ্যায়ে বর্ণিত কাহিনি অবলম্বনে নজরুল এই চাপান সং-টি তৈরি করেছিলেন।

মুহম্মদ আয়ুব হোসেনের  সংকলিত ও সম্পাদিত 'দুখুমিয়ার লেটোগান' নামক গ্রন্থ থেকে এই গানগুলো গৃহীত হয়েছে। এই গ্রন্থে (পৃষ্ঠা: ১৪৫-১৫৪) অন্তর্ভুক্ত'হারানো আংটি' নামক চাপান সং-এ প্রারম্ভিক দৃশ্য ছাড়া ৯টি দৃশ্যান্তর রয়েছে। এই চাপান সং-এর চরিত্রগুলো হলো- ডাকসুরা, দুষ্মন্ত, সেনাপতি, সৈন্যগণ, রাক্ষস সর্দার, প্রথম রাক্ষস, দ্বিতীয় রাক্ষস, ভীমনাথ,কণ্ব মুনি, মহেশ, শকুন্তলা, অনুসূয়া, প্রিয়ংবদা রাজা, দুর্বাসা ও গোদাকবি।এই পালায় ভণিতায় নাম পাওয়া যায়- 'নজরুল এসলাম'। এর চাপান অংশে ছিল ১৩টি গান। গানগুলো হলো-

হারনো আংটি পালার 'উতোর সং' অংশ
উতোর অংশ অন্য কবির পরিবেশনা হওয়া উচিৎ ছিল। কিন্তু প্রতিপক্ষ কবি নজরুলের চাপান অংশের উত্তর দিতে না পারায়- দর্শক-শ্রোতাদের অনুরোধে নজরুলই এই উত্তর দিয়েছিলেন। মুহম্মদ আয়ুব হোসেন-সংকলিত 'দুখুমিয়ার লেটো গান' গ্রন্থে এ প্রসঙ্গে বলা হয়েছে-

কোন এক গ্রাম্য মেলার লেটোর আসরে "হারানো আংটি" চাপান সংটি অভিনীত হয়েছিল। কিন্তু দুখুমিয়ার এই চাপানের উতোর বিপক্ষ দল গাইতে পারেনি। দর্শক-শ্রোতা ও বিপক্ষ দলের ওস্তাদের অনুরোধ এই উতোর সং রচিত ও অভিনীত হয়েছিল পরের রাতে।'
হারানো আংটির উতোর অংশে গান পাওয়া যায় ৪টি। এর প্রথম গানে লেটো গানের ওস্তাদ হিসেবে নজরুলকে ' দুখু মিয়া' সম্বোধন করা হয়েছে। উতর অংশের ৪টি গান হলো-
তথ্য সূত্র:

১. কাজী নজরুল ইসলাম ও বাংলা সাহিত্য। আজিবুল হক। লেখা প্রকাশনী, কলকাতা। ২য় সংস্করণ। ১৯৯৯
২. দুখুমিয়ার লেটো গান। সংকলক ও সম্পাদনা মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউণ্ডেশন, কলকাতা। প্রথম প্রকাশ: ১৯ অগ্রহায়ণ, ১৪১০/৬ ডিসেম্বর, ২০০৩।
৩. কাজী নজরুল। প্রাণতোষ ভট্টাচার্য। ন্যাশনাল বুক এজেন্সী প্রাইভেট লিমিটেড। কলকাতা-১২। ১৩৭৩ বঙ্গাব্দ
৪.  লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। নজরুল ইন্সটিটিউট, ঢাকা। প্রথম প্রকাশ: বৈশাখ ১৪০৮/এপ্রিল ২০০১।