শিরোনাম: সখি,  যাব, যাব রাজার কাছে লয়ে তোমার কথা।
বিষয়: নজরুল সঙ্গীত  (লেটোগান: হারানো আংটি)।
সখি,  যাব, যাব রাজার কাছে লয়ে তোমার কথা।
        রাজার কাছে জানাব আমি তোমার মনব্যাথা॥
                    শকুন্তলার ফুলের চিঠি।
                    দেখবে যখন রাজার দিঠি,
        ফুল চিঠিতে প্রেমে সুবাস, জানবে প্রাণের কথা॥