শিরোনাম: তোমার সেবায় মুগ্ধ আমি, ওহে বন ললনা।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: হারানো আংটি)।
তোমার সেবায় মুগ্ধ আমি, ওহে বন ললনা।
হরিণীর দাবি ছাড়িলাম। তার দাবি আর করিব না॥
            স্থান দিয়েছি তোমায় মনে,
            এসো বালা আমার সনে,
নিয়ে যাব রাজসদনে, তোমার কথা ভুলবো না॥