শিরোনাম: সখি,  ফুল ফুটেছে শাখে শাখে অলির গুঞ্জরণ
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: হারানো আংটি)।
সখি,  ফুল ফুটেছে শাখে শাখে অলির গুঞ্জরণ
        ফুল সুবাসে মুখরিত বসন্তের পবন॥
            তরু শাখা দিচ্ছে দোলা,
            মন যে আমার হয় উথলা,
        প্রথম প্রেমের একি জ্বালা, বুঝিনি কখন॥
            ওলো সখি, কোথায় রাজা,
            মন চলে যায় সেথায় সোজা,
        প্রাণে লয়ে প্রেমের বোঝা, কি করি এখন॥
            যা লো সখি রাজার কাছে,
            আমার কথা বল্‌গা তাকে,
‌        তোমার লাগি শকুন্তলা করিছে রোদন॥