শিরোনাম: মন কাঁদে মোর ছেড়ে যেতে এই তপোবন।
বিষয়: নজরুল সঙ্গীত  (লেটোগান: হারানো আংটি)। 

মন কাঁদে মোর ছেড়ে যেতে এই তপোবন।
অনুসূয়া প্রিয়ংবদা তরুলতা হরিণীগণ॥
        কণ্ব পিতায় ছেড়ে যাব,
        সাম গান আর না শুনিব,
মালিনীতে নাইতে যাওয়া হবে না আর কোনদিন॥
        আজিকে মোর যাত্রাকালে
        পাখিরা ডাকে না ডালে,
গুঞ্জরে না ফুলে ফুলে, ভ্রমর আর শ্রমরীগণ॥