শিরোনাম: কি নাম তোমার বনমালা বল আমারে।
বিষয়: নজরুল সঙ্গীত: (লেটোগান: হারানো আংটি)।            
কি নাম তোমার বনমালা বল আমারে।
পথশ্রমে কাতর আমি চল কুটিরে॥
           তোমার রূপে পাগল আমি,
রাজি যদি হও হে তুমি,
করব তোমায় আমার রানী, নিয়ে যাব মোর ঘরে॥