শোন, শোন, শোন রাজা বলি তোমারে।
বনহরিণী, নয় এ হরিণ, দেখ ভাল করে॥
বনমালা শোভে গলে,
সাজানো ফুল সিং দোলে,
তপোবনের এ হরিণী, থাকে সবার আদরে॥
অঙ্গেতে এর তীর মেরো না,
তীর মারা সহ্য হবে না,
রাজা তোমায় করি মানা, ও রাজা এসো হে মোর কুটিরে॥
পাদ্য অর্ঘ্যে করি বন্দন।
বনফল করাব ভোজন,
তাত নাই মোর, আছি তিনজন, বসাবো সমাদরে॥