শিরোনাম: মা, মাগো, মা তুমি করেছ মোর লাজ নিবারণ।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: হারানো আংটি: উতোর অংশ)
মা, মাগো, মা তুমি করেছ মোর লাজ নিবারণ।
রাজসভাতে মূর্ছা কেন, বলি তোমায় তাহার কারণ॥
            তপোবনে ভালোবেসে,
            রাজা করল বিয়ে মোরে শেষে,
ও সে চিনিতে না পারে মোরে, দুর্বাসা ঋষির কারণ॥