শিরোনাম:
আসুন, আসুন, আসুন, রাজন, আসুন তপোবনে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: হারানো আংটি)।
আসুন, আসুন, আসুন, রাজন, আসুন তপোবনে।
ফুলে ফুলে সাজিয়েছি দেখুন নয়নে॥
সেজে আছে শকুন্তলা,
তোমার গলায় দেবে মালা,
পূর্ণিমার চাঁদে উজলা, সাজাব চন্দনে॥
মুখোমুখি দাঁড়াও দু'জন,
মালা বদল হউক এখন,
সাক্ষি থাকব আমরা দু'জন, সাক্ষি থাকবে সুনয়নে॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।
বরধ্মান জেলার
চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং। হারানো আংটি। পঞ্চম দৃশ্যান্তর (নবম গান)।
প্রিয়ংবদার গান। সংকলক ও
সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯
অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৫০।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা
২৬৯৯]
- বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'হারানো
আংটি' পালার চাপান
সং'-এর একাদশ গান। ভণিতা নাই।