শিরোনাম: জেলো আসছে জাল ঘাড়ে করে, জেলো রে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: জেলে ও জেলেনী)।

জেলো আসছে জাল ঘাড়ে করে, জেলো রে।
জেলো মাছ ধরবে তালপুকুরে, জেলো রে।
জেলোর কোমরেতে খারুই বাঁধা, জেলো রে।
জেলোর মাথাতে ফেটা বাঁধা, জেলো রে।
জেলো মাছ ধরবে জোকার বিলে, জেলো রে।
জেলো আসছে জাল ঘাড়ে করে, জেলো রে॥


সূত্র: