জেলে ও জেলেনী
এটি লোক-কাহিনিভিত্তিক পালা গান।

লোকসংস্কৃতি গবেষণা পত্রিকার ৮ম বর্ষ ৪র্থ সংখ্যায় (মাঘ-চৈত্র ১৪০২, পৃষ্ঠা: ২৯৩-৩০০) এই পালাটি প্রকাশিত হয়েছিল। এর লেখক এবং সংকলক ছিলেন মুহম্মদ আয়ুব হোসেন। রচনার নাম: 'গ্রামীণ নাটক : লেটোগান'। লেখকের মতে- স্থানীয় লোকদের ধারণা এই পালটি নজরুল ইসলামের রচিত। কিন্তু পালার ভাব ও ভাষারীতি বিবেচনা করে- লেখক সন্দেহ প্রকাশ করেছেন যে,- এটি নজরুলের রচনা কি না। লেখকের সংশয় গ্রহণ করা যায় না, কারণ এই পালার ভণিতায় 'দুখু মিয়া' পাওয়া যায়।

পালটিতে মোট ৬টি গান পাওয়া যায়। গানগুলো হলো-
তথ্য সূত্র:

১. কাজী নজরুল ইসলাম ও বাংলা সাহিত্য। আজিবুল হক। লেখা প্রকাশনী, কলকাতা। ২য় সংস্করণ। ১৯৯৯
২. দুখুমিয়ার লেটো গান। সংকলক ও সম্পাদনা মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউণ্ডেশন, কলকাতা। প্রথম প্রকাশ: ১৯ অগ্রহায়ণ, ১৪১০/৬ ডিসেম্বর, ২০০৩।
৩. কাজী নজরুল। প্রাণতোষ ভট্টাচার্য। ন্যাশনাল বুক এজেন্সী প্রাইভেট লিমিটেড। কলকাতা-১২। ১৩৭৩ বঙ্গাব্দ
৪.  লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। নজরুল ইন্সটিটিউট, ঢাকা। প্রথম প্রকাশ: বৈশাখ ১৪০৮/এপ্রিল ২০০১।