শিরোনাম: ডোমনী ডোবায় এলো জেলে জাল ফেলাতে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: জেলে ও জেলেনী)।

দ্বৈতকণ্ঠে :   ডোমনী ডোবায় এলো জেলে জাল ফেলাতে।
                ডোমনী ডোবায় এলো জেলেনী, জালোর সাথে।
দ্বৈতকণ্ঠে :   ফেল জাল, তোল জাল,
                ঝপাং ঝপাং।
জেলো :      আমার জালে মাছ উঠেছে
                কোলা কোলা ব্যাঙ॥
দ্বৈতকণ্ঠে :   ফেল জাল, তোল জাল,
                ঝপাং ঝপাং।
                আমার জালে মাছ উঠেছে
                কৈ, মাগুর চেং॥
দ্বৈতকণ্ঠে :   ডোমনী ডোবায় মাছ নাই
                আমপুকুরে যাবো।
                আমপুকুরে না পেলে
                তালপুকুরে যাবো॥


সূত্র: