দ্বৈতকণ্ঠে : ডোমনী ডোবায় এলো জেলে জাল ফেলাতে।
ডোমনী ডোবায় এলো জেলেনী, জালোর সাথে।
দ্বৈতকণ্ঠে : ফেল জাল, তোল জাল,
ঝপাং ঝপাং।
জেলো : আমার জালে মাছ উঠেছে
কোলা কোলা ব্যাঙ॥
দ্বৈতকণ্ঠে : ফেল জাল, তোল জাল,
ঝপাং ঝপাং।
আমার জালে মাছ উঠেছে
কৈ, মাগুর চেং॥
দ্বৈতকণ্ঠে : ডোমনী ডোবায় মাছ নাই
আমপুকুরে যাবো।
আমপুকুরে না পেলে
তালপুকুরে যাবো॥