শিরোনাম: জেলেনীর মাথাতে চম্পার ফুল লো জেলোনী॥
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: জেলে ও জেলেনী)।
জেলো :   জেলেনীর মাথাতে চম্পার ফুল লো জেলোনী॥
                                        ধুয়া
             জেলেনীর কপালে কাঁচা পোকার টিপ লো জেলেনী।
             জেলেনীর পড়নে শাখিপেড়ে তাঁতে শাড়ি লো জেলেনী।
             জেলেনীর গায়েতে ছিটের শেমিজ লো জেলেনী।
             জেলেনীর সিঁথিতে সিঁদুর লো জেলেনী।
             জেলেনীর দুই হাতে দুই সাদা শাখা লো জেলেনী।
             জেলেনীর মাথাতে মাছের চুপরি লো জেলেনী॥
জেলেনী : তোরা কেউ মাছ লিবি গো পাড়ার গেরস্থরা।
             আমার জেলো মাছ ধরেছে টাটকা খয়রা॥
             তোরা কেউ মাছ লিবি গো পাড়ার বৌ-ঝিরা।
             আমার জেলো মাছ ধরেছে রাই খয়রা॥
             তোরা কেউ মাছ লিবি গো পাড়ায় মা বোনেরা।
             আমার জেলো মাছ ধরেছে রুই আর কাতলা॥
             তোরা কেউ মাছ লিবি গো পাড়ার মা মাসীরা।
             আমার জেলো মাছ ধরেছে মাগুর চিংড়া॥

সূত্র: