শিরোনাম: জেলো আমার মাছ ধরছে, রুই কাতলা, জেলো রে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটো পালা: জেলে ও জেলেনী)।

জেলেনী : জেলো আমার মাছ ধরছে, রুই কাতলা, জেলো রে।
জেলো :   জেলেনী মোর পয়মন্ত, জেলেনী রে।
জেলেনী : জেলো আমার মাছ ধরেছে চিংড়ি পুঁটি জেলো রে।            
            জেলো মাছ ধরেছে কৈ মাগুর জেলো রে।
             জেলো মাছ ধরেছে চেং ছিমুড়ি, জেলো রে।
             জেলো মাছ ধরেছে খয়রা পোনা, জেলো রে।
             জেলো মাছ ধরেছে রাই খয়রা, জেলো রে।
             আমি মাছ বেচবো পাড়ায় পাড়ায়, জেলো রে।
             আমি মাছ বেচবো বাড়ি বাড়ি, জেলো রে।
             আমার মাছ নিবে বৌ-ঝিরা, জেলো রে।
             আমি মাছ বেচে চাল কিনবো, জেলো রে।


সূত্র: