শিরোনাম: সাজে পাত্র, সাজে মিত্র, সাজে সৈন্য, রাজা যাবেন শিকারে।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: অন্ধ রাজা)।
সাজে পাত্র, সাজে মিত্র, সাজে সৈন্য, রাজা যাবেন শিকারে।
শিকারে রাজার নেশা, শিকার ছাড়া থাকে না কো ঘরে॥
            বরাহ, হরিণ, মহিষ মারে বনে,
            আগুনে ঝল্‌সে খায় আনন্দ মনে,
সাজ সাজ রব চারিদিক পানে, মহারাজ যাবেন শিকারে॥