অন্ধ রাজা
লোককাহিনি অবলম্বনে রচিত এই লেটো গানের একটি চাপান সং।

মুহম্মদ আয়ুব হোসেনের সংকলিত ও সম্পাদিত ‘দুখুমিয়ার লেটোগান’ নামক গ্রন্থ থেকে এই গানগুলো গৃহীত হয়েছে। এই গ্রন্থে (পৃষ্ঠা: ৪৫-৫৩) অন্তর্ভুক্ত ‘অন্ধ রাজা’ নামক চাপান সং-এ প্রারম্ভিক দৃশ্য ছাড়া ১৬টি দৃশ্যান্তর রয়েছে। এই চাপান সং-এর চরিত্রগুলো হলো- ডাকসুরা, রাজা, মন্ত্রী, রামা, শ্যামা, নর্তকী,রাজকন্যা, সখী, কমলাপুরীর রাজা, কাজলপুরী রাজা, রাণী, জ্যোতিষী ও গোদাকবি। এই পালায় ভণিতায় নাম পাওয়া যায়-‘নজরুল এসলাম’। এই চাপান সং-এ ৫টি গান ব্যবহৃত হয়েছে।  গানগুলো হলো-
তথ্য সূত্র:

১. কাজী নজরুল ইসলাম ও বাংলা সাহিত্য। আজিবুল হক। লেখা প্রকাশনী, কলকাতা। ২য় সংস্করণ। ১৯৯৯
২. দুখুমিয়ার লেটো গান। সংকলক ও সম্পাদনা মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউণ্ডেশন, কলকাতা। প্রথম প্রকাশ: ১৯ অগ্রহায়ণ, ১৪১০/৬ ডিসেম্বর, ২০০৩।
৩. কাজী নজরুল। প্রাণতোষ ভট্টাচার্য। ন্যাশনাল বুক এজেন্সী প্রাইভেট লিমিটেড। কলকাতা-১২। ১৩৭৩ বঙ্গাব্দ
৪.  লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। নজরুল ইন্সটিটিউট, ঢাকা। প্রথম প্রকাশ: বৈশাখ ১৪০৮/এপ্রিল ২০০১।