শিরোনাম: বল, বল, ওস্তাদ, কি ইহার উপায় হইবে।
বিষয়: নজরুল সঙ্গীত  (লেটোগান: অন্ধ রাজা)।
বল, বল, ওস্তাদ, কি ইহার উপায় হইবে।
কি রূপেতে অন্ধ রাজা, চক্ষু দুটি ফিরিয়া পাইবে॥
                            কে ইহার ঔষধ আনিবে॥
            ঐ ঔষধের কিবা হয় নাম,
            কোথায় ওস্তাদ ঔষধের ধাম,
কি রুপেতে আছে ঔষধ, সভার মাঝে বলিয়া যাইবে॥
            কে যাইবে ঔষধ আনিতে,
            কোন রূপসী পাইবে দেখিতে,
রুপসী দেখিয়া কি করিবে, সে-সব কথা বলিয়া যাইবে॥
            ঐ ঔষধের যে অধিকারী,
            সে রূপসী, সে সুন্দরী,
বল ওস্তাদ, সে কাহার নারী, কাহার সাথে তাহার মিলন হইবে॥
            নজরুল এসলাম ভাবিয়া বলে,
            লেটো গানের আসর তলে,
জবাব দিতে না পারিলে, উপযুক্ত অপমান হইবে॥