শিরোনাম: (আমি) কোন পথে সখি, যাব গো, কোন পথে সখি যাব।
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: অন্ধ রাজা)।
(আমি) কোন পথে সখি, যাব গো, কোন পথে সখি যাব।
আমার পায়ে আলতা, পথে কাদা, পায়ে কাদা না লাগায়॥
            আমার নাগর আছে ঐ না দূরে
            হাঁটতে হবে কাদার উপরে,
কাদায় হাঁটলে পায়ের আলতা, কেমনে রাখিব॥