শিরোনাম: নমো বনহরিণী, তব মন হরণী, তব মনোমোহিনী
বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: অন্ধ রাজা)।

নমো বনহরিণী, তব মন হরণী, তব মনোমোহিনী।
এনেছে ভুলায়ে, মনকে দুলায়ে, দেখাইতে তব মন-রানী॥
            এলে হে নিশীথে পথ ভুলে
            মন প্রাণ যে উঠিল দুলে,
যাবে তুমি সব ব্যথা ভুলে, কাছে পেয়ে মৃগনয়নী॥