বিষয়: নজরুল সঙ্গীত (লেটোগান: অন্ধ রাজা)।
শিরোনাম: সখি, মান ক'রো না, মুখ তুলে চাও, আসছে তোমার বর।
সখি, মান ক'রো না, মুখ তুলে চাও, আসছে তোমার বর।
অচিন দেশের, রাজার কুমার, আসছে ঘোড়ার পর॥
            তোমার রূপে ভুবন আলো।
            দেখ্‌লে তোমায় বাসবে ভালো,
মনের রানী হবে গো তার, কোন দূরে তার ঘর॥