বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম
:
অন্ধকারের তীর্থপথে ভাসিয়ে দিলাম নামের তরী
অন্ধকারের তীর্থপথে ভাসিয়ে দিলাম নামের তরী
মায়া মোহের ঝড় বাদলে এবার আমি ভয় না করি।
যে নাম লেখা তারায় তারায়
যে নাম ঝরে অশ্রুধারায়
যাত্রা শুরু সেই নামেরি জপমালা বক্ষে ধরি॥
এই আঁধারের অন্তরালে লক্ষ রবি চন্দ্র জ্বলে
নিত্য ফোটে আলোর কমল জানি তোমার চরণ তলে।
এবার ওগো অশিব নাশন
থামাও তোমার ঢেউর নাচন
সেই ত অমর মরণ যদি ধ্যান সাগরে ডুবে মরি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক -অগ্রহায়ণ ১৩৪২) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর
৫ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা
১০১০
- রেকর্ড: টুইন। [নভেম্বর
১৯৩৫ (কার্তিক -অগ্রহায়ণ ১৩৪২)]। এফটি ৪১১৪। শিল্পী: জগন্নাথ মুখোপাধ্যায়
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি
২০১৯] পৃষ্ঠা: ১৭-১৮। [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
- সুরাঙ্গ: ভজন
- তাল:
দাদরা
- গ্রহস্বর: স