বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: শত জনম আঁধারে আলোকে তারকা-গ্রহে লোকে লোকে
শত জনম আঁধারে আলোকে তারকা-গ্রহে লোকে লোকে
প্রিয়তম! খুঁজিয়া ফিরেছি তোমারে॥
স্বপন হয়ে রয়েছ নয়নে
তপন হ’য়ে হৃদয়-গগনে,
হেরিয়া তোমারে বিরহ-যমুনা, প্রিয়তম! দুলিয়া উঠে বারে বারে॥
হে লীলা-কিশোর! ডেকেছে আমারে তোমার বাঁশি,
যুগে যুগে তাই তীর্থ-পথিক ফিরি উদাসী।
দেখা দাও, তবু ধরা নাহি দাও
ভালোবাস ব’লে তাই কি কাঁদাও,
তোমারি শুভ্র পূজার-পুষ্প প্রিয়তম! ফুটিয়া ওঠে অশ্রুধারে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৫ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে (কার্তিক-অগ্রহায়ণ
১৩৪২) মাসে টুইন গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দ। ১৩২৩ সংখ্যক গান।
তাল: দাদরা। পৃষ্ঠা: ৪০১।
- রেকর্ড: টুইন [নভেম্বর
১৯৩৫ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২)। এফটি ৪১১৪। শিল্পী: জগন্নাথ মুখোপাধ্যায়।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি
২০১৯] পৃষ্ঠা: ৭৩-৭৪। [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
দাদরা
- গ্রহস্বর: প