বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আজও মা তোর পাইনি প্রসাদ আজও মুক্ত নহি
আজও মা তোর পাইনি প্রসাদ আজও মুক্ত নহি।
আজও অন্যে আঘাত দিলে কঠোর ভাষা কহি॥
          মোর আচরণ, আমার কথা
          আজও অন্যে দেয় মা ব্যথা
আজও আমার দাহন দিয়ে শত জনে দহি॥
শত্রুমিত্র মন্দভালোর যায়নি আজও ভেদ
কেহ ব্যথা দিলে, প্রাণে আজও জাগে খেদ।
          আজও মাগো দুখশোকে
          অশ্রু ঝরে আমার চোখে,
আমার আমার ভাব মা আজও জাগে রহি’ রহি’ ॥

১. আজও অন্যে কষ্ট দিলে / কষ্ট ভাষা কহি॥