বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : আমি চাই পৃথিবীর ফুল ছায়া ঢাকা ঘরে খেলা

   নাটক: ‘হরপার্বতী’ (ঝর্ণা ও ব্রহ্মপুত্রের দ্বৈত গান)

ঝর্না     :  আমি চাই পৃথিবীর ফুল ছায়া ঢাকা ঘরে খেলা।
ব্রহ্মপুত্র  :  আমি চাই দূর আকাশের তারা সাগরে ভাসাতে ভেলা॥
ঝর্না     :  আমি চাই আয়ু, চাই আলো প্রাণ
ব্রহ্মপুত্র  :  মরণের মাঝে মোর অভিযান,
উভয়ে   :  মোরা একটি বৃন্তে যেন দু’টি ফুল প্রেম আর অবহেলা॥
ব্রহ্মপুত্র  :  আমি বাহির ভুবনে ছুটে যেতে চাই উদাসীন সন্ন্যাসী,
ঝর্না     :  হে উদাসীন! তব তপোবনে তাই উর্বশী হয়ে আসি।
ব্রহ্মপুত্র  :  মোর ধ্বংসের মাঝে উল্লাস জাগে
ঝর্না     :  তাই বাঁধি নিতি নব অনুরাগে,
উভয়ে   :  মোরা চিরদিন খেলি এই খেলা, গ’ড়ে তোলা ভেঙে ফেলা॥