বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আসিবে তুমি, জানি প্রিয়
 
            তাল: ত্রিতাল

আসিবে তুমি, জানি প্রিয়!
আনন্দে বনে বসন্ত এলো -
ভুবন হ’ল সরসা প্রিয়-দরশা, মনোহর॥
বনান্তে পবন অশান্ত হ’ল তাই, কোকিল কুহরে,
ঝরে গিরি-নির্ঝরিণী ঝর ঝর॥
ফুল্ল-যামিনী আজি ফুল-সুবাসে
চন্দ্র অতন্দ্র সুনীল আকাশে,
আনন্দিত দীপান্বিত অম্বর॥
অধীর সমীরে দিগঞ্চল দোলে
মালতী বিতানে পাখি পিউ পিউ বোলে,
অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ-লহর তোলে;
দিকে দিকে শুনি আজ আসিবে রাজাধিরাজ প্রিয়তম সুন্দর॥