বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আয় আয় মোর ময়ূর-বিমান আকাশ-নদী বেয়ে
নাটক: ‘মধুমালা’ (স্বপনপরীর গান)
আয় আয় মোর ময়ূর-বিমান আকাশ-নদী বেয়ে।
ফুল ফোটানো হাওয়ায় ভেসে চাঁদের আলোয় নেয়ে॥
[এটি একটি অসম্পূর্ণ গান]
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২০ অক্টোবর (বৃহস্পতিবার ২ কার্তিক ১৩৪৬), '
মধুমালা' নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৫ মাস।
- মঞ্চনাটক:
মধুমালা (নাটক)।
নাট্যভারতী
রঙ্গমঞ্চ [২০ অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দ (শনিবার
৩ কার্তিক ১৩৪৬)। প্রথম অঙ্ক। স্বপনপরীর গান।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন
২০১৮। গান ১১২৭]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ সপ্তম খণ্ড (কার্তিক ১৪১৯/নভেম্বর ২০১২)। প্রথম অঙ্ক।
স্বপনপরির গান। পৃষ্ঠা: ২৮১