উল্লেখ্য, ১৯২৯ খ্রিষ্টাব্দের ২৬ জানুয়ারি (শনিবার, ১৩ মাঘ ১৩৩৫), নজরুল চট্টগ্রাম থেকে তাঁর বন্ধু মুজফ্ফর আহমদের জন্মস্থান সন্দীপ সফরে যান। ৩০ জানুয়ারি তিনি কলকাতায় ফিরে আসেন।'...সন্দ্বীপে তিনি মোট চারদিন ছিলেন। পরবর্তীকালে তিনি সন্দ্বীপ নিয়ে পূর্ব বাংলার লোক কাহিনী অবলম্বনে গীতিনাট্য 'মধুমালা' রচনা করেছিলেন। এই নাটকের কয়েকটি চরিত্র, মধুমালা (সন্দ্বীপের রাজকুমারী), তিলোত্তমা (সন্দ্বীপের রাণী), তাম্বুল রাজা (সন্দ্বীপের রাজা) ইত্যাদি।
এই নাটকে মোট ৩৮টি গান ছিল। গানগুলো হল-