বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুমি কে গো (কে কে কে) তুমি মোদের বন-দেবতা


                নাটক: 'মধুমালা'

তুমি কে গো (কে কে কে) তুমি মোদের বন-দেবতা।
আমরা বনশ্রী, তোমার পূজারিণী ধ্যান-রতা
হে বন-দেবতা
১মা    :  আমি মালতী মুকুল
২য়     :  আমি ব্যাকুলা বকুল
৩য়া, ৪র্থা, ৫মা :  মোরা গণহীনা অশোক-পলাশ-শিমুল।
৬ষ্ঠা    :  আমি (আঁখি) জলের কমল
৭মা    :  আমি মাধবীলতা
৮মা    :  আমি গিরি-মল্লিকা
৯মা    :  আমি হাস্নুহানা
১০মা  :  আমি ছোট ডুমো ফুল, রই চির-অজানা
১১শী  :  আমি ঝর্নাধারা, কেঁদে কেঁদে ব'য়ে যাই।
১২শী  :  আমি দিনের ভাদ্র-বৌ, চাঁদের কুমুদ
১৩শী  :  আমি পাখির গান, বনভূমির কথা