বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ফুলের হাওয়া যা রে ছুটে মধুমালার দেশ।
নাটক : ‘মধুমালা’
ফুলের হাওয়া যা রে ছুটে মধুমালার দেশ।
যোগিনীরে পরতে বলিস নববধূর বেশ॥
সোনার ঘটে রাখতে বলিস আকুল চোখের জল
সেই জলে রে ধোয়াবে সে বঁধুর পদতল।
বলিস্ তারে পা মুছিয়ে বাঁধে যেন কেশ
যেন বাঁধে আকুল কেশ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২০ অক্টোবর (বৃহস্পতিবার ২ কার্তিক ১৩৪৬), 'মধুমালা' নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর
৪ মাস।
- মঞ্চনাটক:
মধুমালা (নাটক)।
নাট্যভারতী
রঙ্গমঞ্চ [২০ অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দ (শনিবার
৩ কার্তিক ১৩৪৬)]। তৃতীয় অঙ্ক। ঘুমপুরি ও স্বপনপরির গান।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন
২০১৮। গান ২২৬০]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ সপ্তম খণ্ড (কার্তিক ১৪১৯/নভেম্বর ২০১২)।
তৃতীয় অঙ্ক। ঘুমপুরি ও স্বপনপরির গান। পৃষ্ঠা: ৩০৯