নাটক :
‘মধুমালা’ সোনার খাটে ঘুমায় কন্যা রূপার খাটে কেশ। ময়ূরপঙ্খী যাও উড়ে সেই মধুমালার দেশ॥ তার নামের চেয়ে রূপে সখী অনেক বেশী মউ, নবলক্ষের মালা পাবে সে হবে যার বউ। তারায় তারায় ছড়িয়ে আছে তারি রূপের রেশ, ময়ূরপঙ্খী যাও উড়ে সেই মধুমালার দেশ॥
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের ২০ অক্টোবর (বৃহস্পতিবার ২ কার্তিক ১৩৪৬), '
মধুমালা' নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর
৪ মাস।
মঞ্চনাটক:মধুমালা (নাটক)।
নাট্যভারতী
রঙ্গমঞ্চ [২০ অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দ (শনিবার
৩ কার্তিক ১৩৪৬)। প্রথম অঙ্ক। স্বপনপরীর গান
গ্রন্থ:
নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন
২০১৮। গান ১৭৮৭]